ঐতিহাসিকভাবে শিল্পীরা সামনে মডেল
রেখে ছবি আকেন। ডিজিটাল যুগে এই
পদ্ধতিকে সব ধরনের শিল্পকর্মে ব্যবহার
করা যায়, ভেক্টর আর্ট সহ। ষ্টক ইমেজ
কিভাবে ভেক্টর ডিজাইন সহজ
করতে পারে সেকথা উল্লেখ করা হচ্ছে এই
পোষ্টে।
প্রথমে ষ্টক ইমেজ
সম্পর্কে দুকথা বলে নেয়া ভাল। আপনার
যে বিষয়ের ছবিই প্রয়োজন হোক না কোন,
ইন্টারনেটে সার্চ করলে পাবেন। এগুলি ষ্টক
আর্ট। ডিজাইনাররা সবসময়ই এগুলির সাহায্য
নেন। এগুলি যেহেতু অন্যের
সম্পত্তি (কপিরইটেড) সেহেতু
সরাসরি ব্যবহার করতে পারেন না। ব্যবহার
করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করে নিন।
. সেটা বানিজ্যিকভাবে ব্যবহারের
অনুমতি আছে কি-না।
. যিনি সেটার মালিক
তাকে জানানো প্রয়োজন আছে কি-না।
. সেটার পরিবর্তন করার অনুমতি আছে কি-
না।
.
সেটা অনলঅইনে নাকি অফলঅইনে ব্যবহার
করা হবে।
. ব্যবহারের সময় ষ্টক ইমেজের সুত্র
উল্লেখ করতে হবে কি-না।
ইলাষ্ট্রেটর ডিজাইনাররা সাধারনত
ইমেজকে সরাসরি ব্যবহার করেন না,
বরং এমনভাবে পরিবর্তণ করেন যারসাথে মুল
ইমেজের সম্পর্ক বের করাই কঠিন। তারপরও,
এবিষয়ে আগে থেকে সাবধান থাকা ভাল।
কিভাবে ব্যবহার করবেন
ইলাষ্ট্রেটরে ষ্টক ইমেজ ব্যবহার
পদ্ধতি সহজ। যদি ইলাষ্ট্রেটর
পুরনো ভার্শন ব্যবহার করেন কাহলে ইমেজ
ইমপোর্ট করে Lock করে নিন। এরপর
আরেকটি লেয়ার তৈরী করে সেখানে পেনটুল,
পেনসিল টুল ইত্যাদি ব্যবহার করে একে নিন।
যদি নতুন ভার্শন ব্যবহার করেন (যেমন
সিএস৫) তাহলে লেয়ার ফ্লাইআউট মেনু থেকে
Template সিলেক্ট করুন। ছবিটি (লেয়ার)
নিজে থেকে লক
হবে এবং কিছুটা ঝাপসাভাবে দেখা যাবে।
আকা শেষ হওয়ার পর ইমেজের
লেয়ারটি মুছে দিন।
কখন এই পদ্ধতি ব্যবহার করবেন
এখানে যে ছবিটি দেখানো হয়েছে সেটি লক্ষ
করুন। আপনি সরাসরি একে এতটা নিখুত
মানুষের মুখ তৈরী করতে পারেন না, কিন্তু
ছবি ব্যবহার করে করতে পারেন। একেকজন
ডিজাইনার একেকভাবে এই পদ্ধতি ব্যবহার
করেন। উদাহরনের ছবি যিনি তৈরী করেছেন
(Jared Nickerson) তার বক্তব্য
শুনে নেয়া যাক,
. ইমেজ অনুসরন করে মুল সেপ তৈরী করা
. বিভিন্ন লাইন, চুল, চোখ ইত্যাদি নিজের
পছন্দমত করে নেয়া।
. আবারো ইমেজের সাহায্য নিয়ে রঙ ঠিক
করা।
কাজেই ইমেজকে তিনি ব্যবহার করেন শুধুমাত্র
গাইডলাইন হিসেবে। সরাসরি তাকে অনুসরন
না করে নিজের কল্পনাশক্তি ব্যবহার
করে নতুনত্ব আনা।
নিশ্চয়ই মনে আছে লাইভ ট্রেস
নামে একটি বিষয় রয়েছে ইলাষ্ট্রেটরে।
এবিষয়ে একটি টিউটোরিয়ালও দেয়া হয়েছে।
আপনি নিজের ডিজাইন করবেন বলেই লাইভ
ট্রেস ব্যবহার না করে হ্যান্ডট্রেস করবেন।
ইলাষ্ট্রেটর শেখার বিষয়ে কিছু পরামশ
ইলাষ্ট্রেটরে প্রাথমিক কাজ শেখার পর
অনেকেই প্রশ্ন করেন এত নিখুত ডিজাইন
কিভাবে তৈরী করা যায় (যেমন Illustrator
Wow Book) এর উদাহরনগুলি।
সবচেয়ে ভাল পদ্ধতি, মোটামুটিভাবে জানার
পরই বাস্তব কাজ শুরু করুন। পত্রিকার
বিজ্ঞাপন
দেখে সেগুলি তৈরী করতে চেষ্টা করুন।
ইলাষ্ট্রেটর ডিজাইনারের
দৃষ্টিতে দেখলে দেখা যাবে সেখানে খুব সরল
ডিজাইন যেমন রয়েছে তেমনি খুব উচু মানের
ডিজাইনও রয়েছে।
সেগুলি নিজে করতে চেষ্টা করুন। যখন যে টুল
প্রয়োজন সেটার নানাধরনের ব্যবহার
শিখে নিন।
ইলারেষ্ট্রটরে কি কি করা যায়
এভাবে না ভেবে আপনার কোন
কাজে ইলাষ্ট্রেটরের কোন টুল প্রয়োজন হয়
সেভাবে ভাবুন। হয়ত সামান্য কয়েকটি টুল
এবং পদ্ধতি ব্যবহার করেই আপনার সব কাজ
করা সম্ভব।
টরেন্ট সাইটে ইলাষ্ট্রেটরের ডজন ডজন বই
রয়েছে। সেগুলি ডাউনলোড করে রাখুন
এবং প্রয়োজনের সময় রেফারেন্স
হিসেবে ব্যবহার করুন।