নিজেই বানান 3D চশমা আর দেখুন 3D মুভি HD ও LED স্ক্রীনে KMPlayer 3.2 দিয়ে।না দেখলে চরম মিস কিন্তু !!!

আমরা সাধারনত যে মুভি গুলো দেখি তার সবই  2D মুভি। এখন থেকে আপনার পিসিতেই  দেখতে পারবেন 3D মুভি  KMPlayer 3.2 দিয়ে।
প্রথমে   KMPlayer 3.2 Download করে নিন।এখান থেকে
এবার ইনস্টল করে ওপেন করে নিচের দিকে 3D আইকনে ক্লিক করুন ।
উপরের ছবির মতো করে ।
যেভাবে বানাবেন 3D চশমা:
১. বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকান থেকে লাল ও নীল রং এর দুটি সেলোপিন পেপার কিনবেন।
২. এবার একটি চশমার ফ্রেমে (নিজের বানানো হলেও চলবে) বামে লাল ও ডানে নীল পেপার লাগিয়ে চশমা বানাতে পারেন।
৩. আপনার খরচ পরবে মাত্র ০৮ টাকা। (অরিজিনাল চশমা থেকে একটু আলাদা হবে)
আমি নিজে বানিয়ে দেখেছি। তবে আসল 3D এর স্বাদ পাওয়া যায় না, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি।
এ বিষয়ে আগে কোন পোষ্ট হয়েছে কি না আমি জানি না।
সমস্যা হলে জানাবেন। কোন ভুল হলে Please ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মাপ করবেন ।
আমি নতুন।ভাল লাগলে প্লীজ কমেন্ট করে একটু উত্‍সাহ দিবেন ।
 

0 মন্তব্য(সমূহ):

Post a Comment