DROPBOX’এর জন্য 23 GB ফ্রী স্টোরেজ নিয়ে নিন…!!!


আমাদের মাঝে যারা ড্রপবক্স ফ্রিতে ব্যাবহার করেন তাদের স্টোরেজ নিয়ে প্রায়ই ভাবতে হয়... সাধারনত ড্রপবক্সে একাউন্ট খোলার পর আপনি জিবি স্পেস পাবেন অনলাইন স্টোরেজের জন্য কিন্তু এখন আপনি সম্পূন ফ্রীতে পেতে পারেন আরো ২৩ জিবি ফ্রী স্টোরেজ তার জন্য আপনার একটি এন্ড্রয়েড ডিভাইস থাকতে হবে আমার শেয়ার করা লিঙ্ক থেকে এন্ড্রয়েডের জন্য APK ফাইল'টি আপনার ডিভাইসে ইন্সটল করতে হবে তবে আপনার ডিভাইসে যদি পূর্বে ড্রপবক্স ইন্সটল করা থাকে তাহলে তা আনইন্সটল/রিমুভ করতে হবে  এবং আমার দেয়া Dropbox APK নতুন করে ইন্সটল করতে হবে


ইন্সটলের পর আপনার এন্ড্রয়েড ডিভাইস থেকে আপনার ড্রপবক্স একাউন্টে লগইন করুন আর দেখুন ২৩ জিবি যুক্ত হয়েছে। আর যদি ড্রপবক্সে আপনার একাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে নতুন একাউন্ট খুলতে পারেন। আপনার একাউন্টে পূর্বে যদি জিবি স্পেস থাকে তার সাথে ২৩ জিবি যুক্ত হয়ে মোট ২৫ জিবি হবে স্টোরেজ হবে...
বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন :)  ধন্যবাদ....
APK DownLoad Link:
 

ফটোশপ ব্যবহার করে আপনার ছবিকে দিন অন্যরকম লুক।


আমরা সবাই নিজেদের ছবিকে একটু অন্যরকম লুক দিতে চাই। ফটোশপ ব্যবহার করে আমরা এই কাজটি অনায়াসে করতে পারি। ঠিক নিচের ছবিটির মত।
Untitled-1
প্রথমে আমাদের একটি ছবি বাছাই করতে হবে। ছবিটি ফটোশপ এ ওপেন করতে হবে। তারপর Ctrl+M চাপতে হবে।
এখন Curves পেলেটটি ওপেন হবে।
এখান থেকে কালার টা যত লাইট করা যায় করে নিন।
তারপর ছবির মত করুন।
Contrast একটু বাড়িয়ে নিন।

তারপর ছবির মত Magic Wand Tool দিয়ে চেহারার অংশটুকু সিলেক্ট করুন। সিলেক্ট করে Ctrl+Altr+D চেপে Feather = 5 দিয়ে Ok ক্লিক করুন।
ছবির মত করুন।

  এবার Clone Stamp Tool দিয়ে চেহারাটা clone করব।
সেজন্য Clone Stamp Tool সিলেক্ট করে Opacity 10% করে দিতে হবে। তারপর নিচের ছবির মত clone করুন।
clone করার জন্য অবশ্যই Altr চেপে আপনার কাঙ্ক্ষিত Source টি সিলেক্ট করে নিতে হবে। তরপর আপনার নির্ধারিত জায়গায় ক্লিক করে Clone করুন।

স্টেপ গুলো একটু কঠিন লাগতে পারে। সমস্যা হলে কমেন্ট করে জিজ্ঞেস করবেন।
 

ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হলেও কোন সমস্যা নেই...!!!


সাইবার কাফে বা অন্নের কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেন অনেকে। তথ্য নিরাপত্তার দিক থেকে বিষয়টি অনিরাপদ। অনেক কম্পিউটারে ‘কি লগার’ সফটওয়্যার ইন্সটল করা থাকে। সফটওয়্যার টি বাবহারকারির ইউজার নেইম এবং পাসস্বরদ সয়ঙ্ক্রিয় ভাবে কম্পিউটারে সংরক্ষন করে রাখে। শুধু তাই নয়, কম্পিউটারে কিছু লেখার সঙ্গে সঙ্গে ‘কি লগার’ সেটি হ্যাকার এর ইমেইল এ পাঠিয়ে দেয়। এতে হ্যাকার বাবহারকারির অ্যাকাউন্ট এ ঢুকে তার ইমেইল ও পাসওয়ার্ড পরিবর্তন করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সমস্যা থেকে বাঁচতে ফেসবুক এ ‘ওয়ানটাইম পাসওয়ার্ড’ ব্যবহার করা যেতে পারে। এই পাসওয়ার্ডটি ২০ মিনিটের জন্য সক্রিয় থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে পাসওয়ার্ডটি অন্য কেউ জেনে গেলেও কোন সমস্যা হবে না।

মোবাইল অপারেটর বাংলালিংক আমাদের দেশে সুবিধাটি চালু করেছে। এ জন্য ফেসবুক এ যুক্ত থাকা নাম্বার থেকে OTP  লিখে ৩২৬৬৫ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস এ এই ওয়ানটাইম পাসওয়ার্ড পাওয়া যাবে।
 

আসুন দেখে নেই, যে সকল সফটওয়ার গুলো আপনার উইন্ডোজ এ অবশ্যই থাকতে হবে।

আপনি যদি উইন্ডোজ XP অথবা উইন্ডোজ 7  ব্যবহার করেন তাহলে এই পোস্ট টি আপনার জন্য। আপনার উইন্ডোজ এর যে সকল সফটওয়ার গুলো খুবই দরকারি এখানে সেগুলর লিস্ট এবং ডাউনলোড লিঙ্ক দেয়া হল।


নিরাপত্তা...

আপনি avast + Combo একসাথে ব্যবহার করতে পারেন। আমি এই দুই টা একসাথে ব্যবহার করতে পছন্দ করি।

 বেসিক টুলস...

 মালটিমিডিয়া ও গ্রাফিক্স...

 ইন্টারনেট...

 পি ডি এফ টুলস...

  • Do PDF যে কোন doc ফাইল থেকে pdf এ রুপান্তর করুন ডাউনলোড
  • Open Source PDF Split & Merge এখানে দেখুন

 উইন্ডোজ অরিজিনাল...


আশাকরি পোস্ট টি আপনাদের ভাল লাগবে। পোস্তটি সম্পর্কে অবশ্যই জানাবেন এবং সমস্যা হলে আমাকে জানাবেন।