আমরা সবাই নিজেদের ছবিকে একটু অন্যরকম লুক দিতে চাই। ফটোশপ ব্যবহার করে আমরা এই
কাজটি অনায়াসে করতে পারি। ঠিক নিচের ছবিটির মত।
প্রথমে আমাদের একটি ছবি বাছাই
করতে হবে। ছবিটি ফটোশপ এ ওপেন করতে হবে। তারপর Ctrl+M চাপতে হবে।
এখন Curves পেলেটটি ওপেন হবে।
এখান থেকে কালার টা যত লাইট
করা যায় করে নিন।
তারপর ছবির মত করুন।
Contrast
একটু বাড়িয়ে নিন।
তারপর ছবির মত Magic Wand Tool দিয়ে চেহারার অংশটুকু সিলেক্ট করুন। সিলেক্ট করে Ctrl+Altr+D চেপে Feather = 5 দিয়ে
Ok ক্লিক করুন।
ছবির মত করুন।
এবার Clone Stamp Tool দিয়ে চেহারাটা clone করব।
সেজন্য Clone Stamp Tool সিলেক্ট করে Opacity 10% করে
দিতে হবে। তারপর নিচের ছবির মত clone করুন।
clone করার জন্য অবশ্যই Altr চেপে
আপনার কাঙ্ক্ষিত Source
টি সিলেক্ট করে নিতে হবে। তরপর আপনার
নির্ধারিত জায়গায় ক্লিক করে Clone করুন।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment