আপনার গ্রামীনফোন ক্রিস্টাল এ বাংলা দেখুন এবং লিখুন(Rooted)

আপনারা সবাই কেমন আছেন। সময়ের কারণে নিয়মিত লিখতে পারি না। আজ আমি দেখাব কিভাবে আপনার গ্রামীনফোন ক্রিস্টাল এ বাংলা দেখবেন এবং লিখবেন।

অ্যানড্রএড ফোন গুলাতে বাংলা ফন্ট ইন্সটল করা থাকে না। কিছু সল্প পরিমান ফন্ট থাকে। তাই আমরা বাংলা দেখতে ও লিখতে পারি না। এই পোস্ট থেকে আপনি সহজেই বাংলা লিখতে ও পরতে পারবেন।

যেভাবে বাংলা দেখবেনঃ

আপনার ফোনটি অবশ্যই রুট করা থাকতে হবে। সেজন্য আমার আগের পোস্টটি দেখতে পারেন এখান থেকে। এখন Custom Font Switcher অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে Siyamrupali ফন্ট ডাউনলোড করুন এখান থেকে। এবং এটিকে আপনার SD Card এর রুট ফোল্ডার এ রাখুন। Custom Font Switcher অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। Local font ট্যাব এ ক্লিক করুন। Siyamrupali ফন্টটি সিলেক্ট করুন। Superuser permission accept করুন। কিছুক্ষন পর আপনার ফোনটি Reboot হবে এবং বাংলা ফন্ট ইন্সটল হয়ে যাবে। এখন থেকে আপনি সব Browser & File এ বাংলা দেখতে পারবেন।

যেভাবে বাংলা লিখবেনঃ

Ridmik কীবোর্ড টি এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। Setting>Language & Keyboard থেকে Ridmik Keyboard টি Sign করে দিন। ব্যাস, এখন থেকে আপনি বাংলাও লিখতে পারবেন। :D পরবর্তীতে আর ভাল পোস্ট নিয়ে হাজির হব। আজকের মত এখানেই বিদায়। আর এই পোস্টটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
 

আমার ভালো লাগা কিছু অ্যানড্রএড এপস, যা আপনাদের ভালো লাগবেই।

স্মার্টফোন এর যুগে অ্যানড্রএড ফোন রয়েছে জনপ্রিয়তার শীখরে। তাই অনেকেই বাবহার করছে অ্যানড্রএড। সেই দিক থেকে আমিও পিছিয়ে নেই। অ্যানড্রএড এর রয়েছে বিশাল এপ্লিকেশন এর সমাহার। এই বিশাল এপ গুলোর মদ্ধে থেকে আমার পছন্দের কিছু এপ আপনাদের শেয়ার করবো।

1. eZpdf Reader

ডাউনলোড নাম দেখেই বুঝতে পারছেন, এটি পিডিএফ ফাইল পড়ার জন্ন। বই পড়ার জন্ন আমার সবচেয়ে প্রিয় এপ এটি।

2. MX Video player

ডাউনলোড সব ধরনের ভিডিও এই এপ দিয়ে দেখতে পারবেন।

3. QuickPic

ডাউনলোড ছবি বা ভিডিও দেখার শেরা এপ এটি। ছবি এডিটও করতে পারবেন।

4. File Manager

ডাউনলোড ফাইল ব্রাউজ করা যায় খুব সহজে।

5. iLuncher

ডাউনলোড এই এপটি আমার খুব পছন্দের। এটি আপনার ফোনকে iPhone Style করে ফেলবে।

6. zArchiver

ডাউনলোড rar, zip, 7z ও আরও অনেক compress করা ফাইল extract ও দেখতে পারবেন।

7. zDbox

ডাউনলোড এই এপটি খুবই গুরুত্বপূণ। Install করেই দেখেন। পরবর্তীতে আরও ভাল পোস্ট নিয়ে হাজির হব। আজকের মত এখানেই বিদায়। আর এই পোস্টটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
 

আপনার Symbian S60v3 ফোনে ফ্রি নেট চালান গ্রামীন দিয়ে Version 2.0। (Updated)

নানা রকম বেস্ততার কারণে পোস্ট প্রায় করাই হয় না। আজকে একটু সময় পেলাম আর ওমনি লিখতে বসে গেলাম। ফ্রি ইন্টারনেট বিষয়ে অনেকই হয়ত জেনে থাকবেন। কিন্ত কিছুদিন যাবত গ্রামীন তাদের একটা server বন্ধ করে দেয়। ফলে অনেকেই আর ফ্রি চালাতে পারছেন না। আমার নির্দেশনা অনুসরণ করলে আপনিও পারবেন। আজকে আমি Symbian S60v3 ফোনে ফ্রি নেট চালানর ট্রিক দেখাব।

যা যা লাগবে ঃ

♦ একটি S60v3 ফোন। ♦ Opera mini handler এখান থেকে ডাউনলোড ♦ যেকোন ইন্টারনেট পেকেজ সহ গিপি সিম। ভালো স্পিড এর জন্ন 3MB pack কিনে নিন।

যেভাবে করবেন ঃ

♦ ডাউনলোড করা zip টা রিনেম করে sisx দিন। ♦ Opera mini handler টি ইন্সটল করুন। ♦ Tools>Setting>Connection>Access point এখানে নতুন একটি Access point Create করুন। নিচের নিয়ম অনুযায়ী ঃ Connection name: Help4designer APN: gpinternet Proxy: 141.0.11.253 Port: 80 ♦ Setting টি সেভ করুন। ♦ এবার অপেরা মিনি ওপেন করে আগের করা Setting টা দিয়ে নেট চালান। সব ঠিকঠাক থাকলে হয়ে যাবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আর ভাল পোস্ট নিয়ে হাজির হব। আজকের মত এখানেই বিদায়। আর এই পোস্ট টি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
 

আপনার গ্রামীনফোন ক্রিস্টাল কে রুট করুন কম্পিউটার ছারাই।

আমরা যারা গ্রামীনফোন ক্রিস্টাল (Huawei U8500) ব্যবহার করি, তারা সেই পুরান আমলের Froyo 2.2 ব্যবহার করছি। কিন্তু যদি আপনি আপনার ফোনটিকে রুট করেন, তাহলে আপনি অনেক কাস্টম রম ব্যবহার করতে পারবেন। যেমনঃ Gingerbread (CM7) 2.3.7 iPhone Style (CM7) 2.3.7 Ice Cream Sandwitch (CM9) 4.0.4 এছাড়াও রুট করার আরও অনেক সুবিধা রয়েছে। যা একটি পোস্ট দারা বলা সম্ভব না। আপনি ইছহে করলে গুগল এ ROOT লিখে সার্চ করে দেখতে পারেন। রুট করার আগে অবশ্যই ফোন এর ব্যাকআপ রেখে নিবেন। যা যা লাগবে ঃ Z4root অ্যাপ টা এখান থেকে ডাউনলোড করুন। যা করতে হবে ঃ Setting > Applications > Development > USB Debugging সাইন করে দিন। অ্যাপটা ফোন ইন্সটল করে চালু করুন। তারপর Temporary Root প্রেস করুন। আপনার ফোন Restart হবে এবং আপনি Superuser নামে একটি অ্যাপ দেখতে পাবেন। যদি Superuser অ্যাপ টা আসে, তাহলে z4root চালু করে Permanent Root করে নিন। আশাকরি সবাই পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট করেন।
 

How to create smooth layer mask with hair in CS5 & CS6??

Most of the photos we see some advertise where appear an image without background. And That is so smooth with hair. So how do they do it?
Don't worry. I will give this tricks below step by step.

Step 1: Download the image and open it in Photoshop.








Step 2: Select Magic Wand Tool from tool bar.












































Step 3: Now click outside of the girl photo. As a result, outside of the girl has selected. You can zoom hair area for extend selection. Press Shift and click your desire area.

















Step 5: Press Ctrl+Alt+I for Inverse Selection.
Step 5: Click Refine Edge button.



















Step 6: From View dropdown menu, select On Black (B).













Step 6: Give the value like image and press OK.

 
Step 7: Brush the white area inside of image and press OK.



Now It's complete. You can add any background in this image.
e.g. I added she on this background.