আমরা যারা গ্রামীনফোন ক্রিস্টাল (Huawei U8500) ব্যবহার করি, তারা সেই পুরান আমলের Froyo 2.2 ব্যবহার করছি। কিন্তু যদি আপনি আপনার ফোনটিকে রুট করেন, তাহলে আপনি অনেক কাস্টম রম ব্যবহার করতে পারবেন। যেমনঃ
Gingerbread (CM7) 2.3.7
iPhone Style (CM7) 2.3.7
Ice Cream Sandwitch (CM9) 4.0.4
এছাড়াও রুট করার আরও অনেক সুবিধা রয়েছে। যা একটি পোস্ট দারা বলা সম্ভব না। আপনি ইছহে করলে গুগল এ ROOT লিখে সার্চ করে দেখতে পারেন।
রুট করার আগে অবশ্যই ফোন এর ব্যাকআপ রেখে নিবেন।
যা যা লাগবে ঃ
Z4root অ্যাপ টা এখান থেকে ডাউনলোড করুন।
যা করতে হবে ঃ
Setting > Applications > Development > USB Debugging সাইন করে দিন।
অ্যাপটা ফোন ইন্সটল করে চালু করুন।
তারপর Temporary Root প্রেস করুন।
আপনার ফোন Restart হবে এবং আপনি Superuser নামে একটি অ্যাপ দেখতে পাবেন।
যদি Superuser অ্যাপ টা আসে, তাহলে z4root চালু করে Permanent Root করে নিন।
আশাকরি সবাই পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট করেন।
আপনার গ্রামীনফোন ক্রিস্টাল কে রুট করুন কম্পিউটার ছারাই।
Subscribe to:
Post Comments (Atom)
0 মন্তব্য(সমূহ):
Post a Comment