ইলাষ্ট্রেটর টিউটোরিয়াল : টেক্সট বা অবজেক্টের বাইরে বা ভেতরে সমানভাবে বর্ডার তৈরী

আপনি ইলাষ্ট্রেটরে লোগো বা টাইটেলের জন্য টেক্সট লিখেছেন। আপনি চান এর বাইরে কিছুটা যায়গা জুড়ে নির্দিস্ট রঙের বর্ডার তৈরী করতে। খুব সহজেই কাজটি করতে পারেন অফসেট পাথ কমান্ড ব্যবহার করে। ড্রইং অবজেক্টের বাইরে অথবা ভেতরে সমানভাবে আরেকটি অবজেক্ট তৈরী করতে পারেন এই কমান্ড ব্যবহার করে।



এখানে টেক্সট এর ক্ষেত্রে অফসেট পাথ কমান্ড ব্যবহার দেখানো হচ্ছে।
.          টেক্সট তৈরী করুন। ফন্ট-সাইজ ইত্যাদি পরিবর্তণ করে নিন।
.          অপসেট পাথ কমান্ড সরাসরি টেক্সটে ব্যবহার করা যায় না। টেক্সট সিলেক্ট করে Type – Create Outline কমান্ড দিয়ে একে পাথে পরিনত করে নিন।

.          টেক্সট সিলেক্ট করে Object – Path – Offset Path কমান্ড দিন।
.          Offset Path ডায়ালগ বক্সে ক্লিক করুন। ফলে পরিবর্তণ সরাসরি দেখা যাবে।
.          Offset অংশে নতুন মান টাইপ করে দিন। নতুন মান টাইপ করার পর ডায়ালগ বক্সের যে কোন যায়গায় (বাটন বাদ দিয়ে) ক্লিক করলে ডিসপ্লে আপডেট হয়ে পরিবর্তনটি দেখা যাবে।
অফসেটের মানের আগে বিয়োগ (-) চিহ্ন ব্যবহার করলে অবজেক্টের ভেতরের দিকে নতুন পাথ তৈরী হবে।
.          পছন্দমত মান পাওয়ার পর OK সিলেক্ট করুন।

আগের পাথ এবং অপসেট পাথ গ্রুপ অবস্থায় পাবেন। ডাবল-ক্লিক করে আইসোলেশন মোডে যে কোনটিকে সিলেক্ট করে রং সহ অন্যান্য পরিবর্তণ করতে পারেন।
টেক্সট ছাড়াও যে কোন ধরনের পাথ অবজেক্টে এই কমান্ড ব্যবহার করতে পারেন। উদাহরনের ছবিতে পাতার ক্ষেত্রে ভেতরের দিকে অফসেট ব্যবহার করা হয়েছে।
 

0 মন্তব্য(সমূহ):

Post a Comment