ফটোশপে
ইমেজের যে কোন ধরনের পরিবর্তন করা যায়। কোন সমস্যা থাকলে সেটা ঠিক করা
যায়, চোখের রং পাল্টানো যায়, ঠোটের পাল্টানো যায় এমনকি একজনের মুখের সাথে
আরেকজনের মুখ মিলিয়ে কিংবা মানুষের মুখের সাথে অন্য প্রানীর মুখ মিলিয়ে
নতুন কিছু করা যায়। এই পরিবর্তনগুলি কিভাবে করা হয় ধারাবাহিকভাবে উল্লেখ
করা হচ্ছে।
শুরু করা যাক চোখের রং পাল্টানো দিয়ে। ছবিতে সাধারনভাবে যে চোখ আছে তাকে আরো উজ্জল করা হচ্ছে এই টিউটোরিয়ালে।
. ইমেজটি ওপেন করুন। লেয়ারে রাইট-ক্লিক করে আরেকটি ডুপ্লিকেট তৈরী করুন।
. ব্লেন্ডিং মোড হিসেবে Overlay সিলেক্ট করুন। ছবির আলো কম মনে হতে পারে।
. Add Layer Mask আইকনে ক্লিক করে লেয়ার মাস্ক তৈরী করুন। ফিল কমান্ড ব্যবহার করে কালো রঙ দিয়ে ফিল করুন।
. সফট কর্নার ব্রাশ সিলেক্ট করুন এবং চোখের কালো অংশে সাদা রং দিয়ে পেইন্ট করুন। চোখটি উজ্জল হতে থাকবে।
. চোখতে আরো উত্তল করার জন্য নতুন একটি লেয়ার তৈরী করুন। ব্লেন্ডি মোড Soft Light সিলেক্ট করুন। এখানেই সাদা রং দিয়ে পেইন্ট করুন।
উদাহরনে বামচোখে পরিবর্তণ করা হয়েছে। অন্য চোখের সাথে তুলনা করে পার্থক্য দেখে নিতে পারেন। একই পদ্ধতিতে ঠোটকেও উজ্জল দেখাতে পারেন।
চোখ কিংবা ঠোটের রং বদল করতে চান ?
. আগের পদ্ধতিতে লেয়ারের কপি করে নিন (মুলত মুল লেয়ারকে ঠিক রাখার জন্য)।
. নতুন লেয়ারটির ব্লেন্ডিং মোড Hue সিলেক্ট করুন।
. পছন্দমত রং দিয়ে সাবধানে পেইন্ট করুন।
Jotil tips. erokom aro post chai.....
ReplyDeleteer thekeo valo post paben. apnara amar sathei thakun.
Delete