শীর্ষেই আছে অ্যান্ড্রয়েড ফোন


গুগলের তৈরি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এখনো শীর্ষে আছে। সম্প্রতি এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। বাজারে অ্যাপলের আইফোনের অংশীদারিত্ব ভালো থাকলেও অ্যান্ড্রয়েড- চালিত স্মার্টফোনগুলো এখনো শীর্ষে রয়েছে।জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৬৪.১ শতাংশেই ব্যবহূত হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। গত বছরের এ সময়ে এই হার ছিল ৪৩.৪ শতাংশ।সিমবিয়ান অপারেটিং সিস্টেম-চালিত ফোনগুলোর ব্যবহার অনেক কমেছে। অ্যাপল আইওএস-চালিত স্মার্টফোনের সংখ্যা ১৮.৮ শতাংশ, যা গত বছর একই সময়ে ছিল ১৮.২ শতাংশ। আগামী সেপ্টেম্বরে বাজারে আসবে আইফোন ৫। তাই আইওএস ব্যবহারকারীরা অনেকেই নতুন কোনো আইওএস-চালিত পণ্য কিনছেন না বলে মন্তব্য জরিপ পরিচালনা প্রতিষ্ঠানের।মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনের ব্যবহার অনেক কমেছে। বর্তমানে উইন্ডোজ মোবাইল ব্যবহারের হার ১.৬ শতাংশ, যা গত বছর এ সময়ে ছিল ২.৭ শতাংশ।
বাজার গবেষক আনশুল গুপ্ত বলেন, ‘স্মার্টফোনের বাজার অ্যান্ড্রয়েড- চালিত স্যামসাং আর অ্যাপলের দখলে। দেখা যাচ্ছে অন্য প্রতিষ্ঠানের স্মার্টফোন আছে মাত্র ১০শতাংশ। তাই এ দুটি প্রতিষ্ঠানের মধ্যেই চলছে প্রতিযোগিতা।’ স্যামসাংয়ের সর্বশেষ বাজারে আসা গ্যালাক্সি এসথ্রি দিয়ে ইতিমধ্যে বাজার মাতিয়েছে প্রতিষ্ঠানটি। দেখা গেছে এ স্মার্টফোনটির কল্যাণে স্যামসাংয়ের বাজার-শেয়ার ৩০ শতাংশ বেড়েছে, যা আগে ছিল ২১.৬ শতাংশ। সব মিলিয়ে দারুণভাবেই এগিয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড- চালিত স্মার্টফোনগুলো।

Penulis : Unknown ~ Sebuah blog yang menyediakan berbagai macam informasi

Artikel শীর্ষেই আছে অ্যান্ড্রয়েড ফোন ini dipublish oleh Unknown pada hari Wednesday 15 August 2012. Semoga artikel ini dapat bermanfaat.Terimakasih atas kunjungan Anda silahkan tinggalkan komentar.sudah ada 0 komentar: di postingan শীর্ষেই আছে অ্যান্ড্রয়েড ফোন
 

0 মন্তব্য(সমূহ):

Post a Comment